উহারা যখন চন্দ্র বিজয় করে
ছুটে যাচ্ছে মঙ্গলে
তুমি তখন  সন্ন্যাসী সেজে
ধ্যানে মগ্ন  জঙ্গলে।
উহারা মাটি ছেড়ে হাওয়ায়
উড়তে বানাল বিমান
তুমি বললে ইংরেজ থেকে
বাঁচাও তোমাদের ঈমান।
উহারা হল আরো আধুনিক
যুদ্ধে লড়তে বানাল মরন অস্ত্র
তুমি বন্ধু খাও দাও ফুর্তি কর
খরিদ কর নতুন নতুন বস্ত্র।
উহারা এখন পাখির মত গুলি করে
প্রতিদিন মারছে তোমার ভাই
তোমার এখন বুক পেটে যায়
তোমার তরে যে মরন অস্ত্র নাই
যুগের সাথে তাল মিলিয়ে
ঈমানকে কর পরিপাটি
গবেষনা কর ঈমান ঠিক রেখে
বাঁচাও তোমার ধর্ম,দেশ,মাটি।