যুদ্ধে গিয়ে যে জন
খেলায় আছে মজে,
জয়ের দেখা সে
পাবেনা কভু খুজে।
জীবন সংগ্রামে যে জন
সময়ের করছে ক্ষয়,
জীবন তাহার কাছে
সদায় অভিশাপময়।
সদায় পাপে নিমগ্ন যে জন
প্রভুর ভয় নেই মনে,
বিচারের দিবসে অনল দহনে
অনুতাপ করবে ক্ষনে ক্ষনে।
সময় থেমে নেই জীবন তরী
ছুটছে পাল তুলে,
উঠাও তোমার সোনালী ধান
অবহেলা করনা ভুলে।
অপেক্ষায় আছে প্রভু এখনি ক্ষমা চাও
আছে যত তোমার পাপ,
রহমতের ভান্ডার তিনি পাপ হবে নেকি
পেয়ে যাবে  মাপ।
নেকির পাল্লা ভারী কর
কাপনের সাথে যাবেনা টাকা,
আমল ছাড়া রঙ্গিন এই ধরনির
সব কিছু আসলে ফাঁকা।
সব কিছু মরীচিকা 
যেন মাকাল ফল
দুনিয়ার মায়াজাল ছেড়ে
প্রভুর রাহে এখনি ফিরি চল।