এই ধরনী এক আজব মুসাফিরখানা
প্রতিসেকেন্ডে একজনের আগমন - প্রস্হান আরেকজনা।
অনন্ত কালের যাত্রী সবাই ধরনীতে ক্ষনিকের মুসাফির
কেন বানাও অট্রালিকা কেন বানাও নীড়
তোমারি বানানো ঘরে তুমি নাহি রবে
তোমারি মেহনতের কামাই ভোগ করবে সবে।
একজনে সাজায় ঘর আরেক জনে করে বাস
একজন ভোগ করে ফসল  আরেকজনে করে চাষ।
যাত্রী তুমি অচিন পুরের যেথায় তোমার আপন ঘর
সোনার পালংকে উষা কেটেছে সাঝের বেলায় মাটির ঘর।
তুমি মুসাফির এই ধরনী মুসাফিরখানা
সঞ্চয় কর পাথেয় তোমার হউক ছোট একটি দানা।
এই ধরনী আজব এক মুসাফিরখানা।
ওহে মুসাফির এই ধরনী ক্ষনিকের বিরতি সংগ্রহ কর পাথেয়
অনন্ত কালের যাত্রায়  সে পাথেয় থাকবে তোমার সাথে
জেগে উঠ ওহে মুসাফির রাত্রি যে হচ্ছে ভোর
আমল ছাড়া কোন কিছু কাজে আসবেনা তোর।