প্রবাস নামের জেল খানাতে
আছি আমি বন্ধি,,,
বাড়ি যাব বললে আমার
আসে কত সন্ধি।।।
বউ বলে গয়না চাই
মা বলে টাকা,,,
বাবা বলে টিনের ঘরটা
করতে হবে পাকা।।।
ভাইটা আমার রেগে আছে
কি দিয়েছি বলে,,,
এত বছর বিদেশ করলে
সোনার ফসল ফলে।।।
বোনটা আমার কথা বলেনা
রেগে সে বলে,,,
ভাইটা আমার বউয়ের কথা
সদায় এখন চলে।।।
সোনার হরিণ ধরতে এসে
হলাম কলুর বলদ,,,
একুল ওকুল দু'কুল হারিয়ে 
করছি বড় গলদ।।।
অসুস্থ বললে বলে ওরা
কেন কর ঢঙ্গ,,,
আর কয়টা টাকা হলে
করবে বাড়ির রঙ্গ।।।
টাকা টাকা টাকা টাকা চাই
টাকার কাছে সবাই যেন নত,,,
টাকার জন্য অন্তরালে
হচ্ছে বুকে ক্ষত।।।
ওমুক বাড়ির চান্দু মিয়া
দিছে দুতলা বাড়ি,,,
মোদের হবে তিন তলা
মোরা যাব তাদের ছাড়ি।।।
প্রতিযোগিতা চলছে সদায়
চলছে দেখিয়ে দেবার পালা,,,
টাকা তোমার কাছে থাকলেই হল
পেয়ে যাবে সমাজের মালা।।।
অচল পয়সার দাম নেই সমাজে
প্রবাসীদের শেষ জীবনের হাল,,,
কারো কাছে দাম পায়না প্রবাসী
তুমি সত্যি অচল মাল।।।