বিবেকের দাফন কতকাল হলো,
ধূসর হয়েছে তার ঝকঝকে আলো।
মন্দের দখলে আজ পৃথিবী হাসে,
বিবেক হয়েছে বন্দী, অন্ধকারে ভাসে।
লোভের আগুনে সব পুড়ে ছারখার,
মিথ্যের প্রাচীর আজ উঁচু অহংকার।
সত্যের কণ্ঠস্বর আজ বড় ক্ষীণ,
অন্যায়ের জয়গানে মুখর এ দিন।
যে দর্পণে দেখা যেত আত্মার ছবি,
সে আজ ম্লান, যেন নিভে গেছে সবি।
বিবেকের বাণী আজ চাপা পড়ে রয়,
ক্ষমতার লোভে আজ পৃথিবী দিশেহারা হয়।
মানুষের মন আজ স্বার্থে ভরা,
ভালোবাসা আর ত্যাগের বাঁধন ছাড়া।
লাশ দাফন করি যেভাবে, মাটিচাপা দিয়ে,
আমাদের বিবেকও শুয়ে আছে আজ নিস্তেজ হয়ে।
কতকাল হলো তার শেষযাত্রা হয়েছে শেষ,
মন্দের কবরে ঢাকা, নেই আর কোনো রেশ।
সে তো ছিল আলো, সে ছিল পথ-প্রদর্শক,
আজ সে শুয়ে আছে, নীরব, নিথর দর্শক।
কৃষ্ণগহ্বরে বিলীন হয়েছে সত্যের যত সুর,
আলোর রেখাটুকুও আজ চোখে লাগে ঝাপসা, দূর।
লোভের শিখা জ্বলে, ক্ষমতার দম্ভে জগৎ কাঁপে,
মানুষের মন যেন আজ মায়ার ফাঁদে আটকাবে।
ভালোবাসা আর সহমর্মিতা আজ দূর অতীত,
বিবেকের দাফন যেন এক বিষাদ সঙ্গীত।
সত্যের আলো কি তবে চিরতরে হারাবে?
নাকি সেও কোনো দিন নতুন সূর্য দেখাবে?
তবুও কি ফিরবে না সেই দিন আবার?
যখন বিবেকের আলোয় ভরবে সবাকার।
তবুও নিভে না সে আশার প্রদীপ,
মন্দের গহ্বরে সত্যই তো দ্বীপ।
হয়তো ক্ষীণ তার প্রকাশ আজ,
তবুও দেখায় পথ, ভাঙে সব লাজ।
যত গভীরে যাক এই অন্ধকার,
সত্যের আলো ঠিক খুলবে দ্বার।
দহনের শেষে হবে সব শুদ্ধ,
বিবেকের জয় হবে, হবে না রুদ্ধ।