আজকে তোমার যৌবন আছে
কালকে হবে শেষ,,,
হঠাৎ করে দেখতে পাবে
কৃষ্ণ থেকে সফেদ বর্ন ধারন করছে কেশ।।।
শক্তি তোমার লোপ পাচ্ছে
হাটতে গেলে ফুরিয়ে আসে ধম,,,
চামড়া গুলিতে ভাঁজ পরছে
চোখে এখন দৃষ্টি শক্তি কম।।।
দাঁত গুলো বিদায় নিচ্ছে
একটি একটি করে,,,
লাঠি ছাড়া চলতে গেলে
যাচ্ছ এখন  পড়ে।।।
কন্ঠে তোমার হুংকার নেই
আওয়াজ তোমার হয়ে যাচ্ছে ক্ষীন,,,
তোমার হুংকারে দেশ কাঁপতো
এখন বৃদ্ধাশ্রমে কাটছে তোমার দিন।।।
কোথায় তোমার সেই যৌবন
যার জন্য তিলকে করছ তাল,,,
সুদে ঘুষে করেছ টাকার পাহাড়
কেন বুঝনি সবি হবে জাল।।।
রাজনীতির বেড়াজালে নির্দোষকে
দোষী করে খাটিয়েছ জেল,,,
কর্তা বাবুর মন পেতে লিটারে লিটারে
মালিশ করছ তেল।।।
তোমার কেউ খবর নেয় না
শুয়ে থাক একা একা খাটে,,,
ছেলে গুলোকে ধর্ম শিখাওনি
তারাও এখন নেতার পা ছাঁটে।।।
চুখের পানি ঝরে শুধু
কাঁদছ তুমি দিবস-রজনী,,,
যৌবনের ভুলের মাসুল এখন দিচ্ছ
শক্তি থাকতে কেন বুঝনি।।।
নামায পড়ার শক্তি নেই
বারে বারে করতে হয় অজু,,,
শরীরটাকে ঠিক রাখতে
নামাজে পাও না খুশু খুজু।।।
কোন কাজের লায়েক নয়
তোমার এই দেহ,,,
যৌবন থাকতে যৌবনকে
কর আদর স্নেহ।।।
মৃত্যুর দুয়ারে দাড়িয়ে তুমি
কাকে খুশি করবে,,,?
মরা গাছে কখনো কি বন্ধু
গোলাপ ফুল ফুঁটবে।।।