চল একটা ছবি আঁকি, সাদা ক্যানভাসে
সবুজের ছড়াছড়ি দিয়ে, একটু খানি লাল মিশিয়ে।
না, হলুদ নয়, গোলাপি ত একদমই নয়।


বেগুনি রঙটা মাঝখানে, হলুদাভ সাদা তার উপরে,
কালো কালো দুটো বৃত্ত, মাঝে হাল্কা নীলের প্রনয়ে মত্ত।
চারপাশে কমলা আভা, আসমানির লাজুক ছোঁওয়া
টুকটুকে লালে সীমানা ছুয়ে, মেঘের সমস্ত কালো দিয়ে।

চেনা লাগছে? মিল পাচ্ছ? খুব বুঝি রহস্যময়?
হতে পারে, দূর থেকে তোমায় আর কতটা আঁকা যায়?