টুনির ছিল কদম ফুলের আশা
ছিল আষাঢ়ের বৃষ্টি ভেজার নেশা।
দুষ্ট জাদুকর ছুঁয়ে দিল টুনির হাত,
পাল্টে গেল দিন, টুপ করে নামল রাত।
অর্থহীন চমক, মেকি ভালবাসার বাজিমাত।


কদমের ফুল শুকায়, কনকের বাড়াবাড়ি উষ্ণতায়,
বৃষ্টি ফোঁটা মিলায়, হীরার আভিজাত্যের ঝাপটায়।
ঝরল বেলি,মরল বকুল, দেশান্তরী গোলাপ,
খসে পড়ে নীরবে, ভালবাসার আজন্ম পাপে।


টোনা তাকিয়ে রয়, বুকে শুধু রক্তের ক্ষয়
তবু হাসে অর্বাচীন, দুখের মাঝেও একটু সুখের উঁকি,
হাসিটা টুনির রয়ে গেছে, আগের মতই “ভেটকি” ।