যদি হঠাৎ ক’রেই নাই হ’য়ে যাই আমি;
সেদিন তোমার চিৎকারে ফাটিবে কি দিবসযামী?


যদি চিরনিদ্রায় ঘুমিয়ে প’ড়ে এই চোখ;
সেদিন তোমার অশ্রু-প্লাবনে বইবে কি শোক?


যদি নিথর হ’য়ে প’ড়ে থাকে এ দেহ;
সেদিন প্রলাপ ক’রে মাথা ফাটাবে কি কেহ?


যদি সকল মায়া কাটিয়ে চ’লে যাই অবেলায়;
জেনে রেখ তুমি, বহুদুঃখ পুষেছিলাম বেলা-অবেলায়।



*রচিত প্রথম কাব্য
১৮ আষাঢ়, ১৪২৮