সোনার খাঁচায় বন্দী-পাখি নাম দিলেম তা’র সুখ,
ডানা ঝাপটায়ে মরে সেথায় কে বুঝিল তা’র দুখ৷৷


চাতক-চোখে চেয়ে থাকে সুনীল-আকাশ-পানে;
সবুজ-অরণ্য ডাকে তা’রে বিরহী-বরষার-গানে;


সাথী-হারা হ’য়ে তা’র দিবানিশি জ্বলে অন্তর-বুক,
সোনার খাঁচায় বন্দী-পাখি নাম দিলেম তা’র সুখ৷৷


কহে কথা কত ছলে মানব, বন্দী-পাখির সনে;
পরবশতার অসহনীয়-ব্যথা তা কি মানব জানে;


অপেক্ষার-দ্বারে ঠোকে চঞ্চু অশ্রুসলিল তা’র মুখ,
সোনার খাঁচায় বন্দী-পাখি নাম দিলেম তা’র সুখ৷৷