বন্ধু মানে সুখে-দুঃখের জমানো সব ব্যথা,
বন্ধু মানে বয়ঃসন্ধির হাজারো গোপন কথা।
বন্ধু মানে বিদ্যালয়ের কাঁধে দেওয়া হাত,
বন্ধু মানে দেরি করে বাড়ি ফেরা রাত।


বন্ধু মানে টিফিন পালানো বলে দেওয়া বায়না,
বন্ধু মানে রূপ দেখা প্রথম সেই আয়না।
বন্ধু মানে ডাকপিয়ন, প্রিয়ার গোপন খবর,
বন্ধু মানে পত্র লিখনে বিশিষ্ট কবিবর।


বন্ধু মানে পোষাক পরিধান, সৌন্দর্যের পরিপাটি,
বন্ধু মানে নাইতে গিয়ে পানি ঘোলাটে মাটি।
বন্ধু মানে যৌবনের সাক্ষী, গোপন সেসব রাত,
বন্ধু মানে মুখের খাবার একই থালার ভাত।


বন্ধু মানে নিয়ম ভাঙা, অজুহাতের নাই যেথা অস্থিত্ব,
বন্ধু মানে আহার কেড়ে খাওয়া রাগান্বিত সেই মুহূর্ত।
বন্ধু মানে পাঁচ টাকায় ভাগ বসানো সেই ক্ষণ,
বন্ধু মানে একই আত্মার জোড়া দু’টি মন।


বলিব কী আর বন্ধু নিয়ে, একথা কি কভু হবার শেষ,
বন্ধু তোরা ভাল থাকিস, ভালোবাসা রহিল অশেষ।