বৃষ্টির শব্দে ঘুম ভাঙা মধুর সেই ভোর,
সকাল-বিকেল বাতাস হলেই আম কুড়াতে দৌড়!


চৈত্রের খরায় পাড়া বেড়িয়ে যখন মোরা ক্লান্ত,
বড়-পুকুরে লাফিয়ে পড়ে হতাম মোরা শান্ত।


পৌষের বিলে দুপুর শেষে উড়াতাম দলবেঁধে ঘুড়ি,
নাটাই হাতে দিগন্ত জুড়ে আমরা নতুন কুঁড়ি।


হেমন্তকালে ধানের ক্ষেতে থাকিত মোদের বিচরণ,
মাঘের শীতে রসের লোভ মানিত না কোন বারণ।


শরৎকালে ফড়িং হয়ে উড়িতাম কাশফুলে,
বর্ষাকালে নৌকো হয়ে ভাসিতাম গাঙের জলে।


বিজলী চমকিত যখন আসমানে, মোরা চমকিতাম ধরায়,
দিন-রাত এক করিতাম দৌড়ে সারা পাড়ায়।


ভোরের আলো ফুটিতে দেরি লাফিয়ে পড়িতাম ঝিলে,
শাপলা পাতায় থাকিতাম শুয়ে মোরা সবাই মিলে।


সন্ধ্যা হলে জোনাকি আলোয় মাতিতাম সব গল্পে,
ঝিঁঝিঁর দল সুর মেলাত মোদের সেসব জল্পে।


চাঁদ মামা হেসে উঠে দিত মোদের আলো,
পাড়াশুদ্ধ ময়মুরুব্বি বাসিত মোদের ভালো।