কবি তোমার কলমের-
নেই ধার!
ভোতা আজ তোমার অস্ত্র
তুমি চুপ,নিশ্চুপ, পাথর-
দেখেও সমাজ বিবস্ত্র।
শিশুটি আজ নেই বটে,
বলবে না-রাজা তোর কাপড় কোথায় ?
কবিও নেই, শিশুটিও নেই
তবু আছে-উলঙ্গ রাজা।
কবিও নেই, শিশুটিও নেই
তবু আছে উলঙ্গ চতুর্থস্তম্ভ।
ধর্ষিতা আজ চিতায় জ্বলে
পিতা মাতার বুকে বরফের আগুন জ্বলে
কবি, তোমার কলম আজ ভোতা, নিরস্ত্র।