নন্দিনী-
আমি বেঁচেছি
বাঁচতে বাঁচতে মরে বেঁচেছি
তুমিও বেঁচেছো
মরতে মরতে বেঁচেছো
আমার প্রাণের স্রোতের বেনোজলের সাথে
ভেসে যাওয়ার আগে বেঁচেছো
অসীম মুক্তির আনন্দে বেঁচেছো।
যখন আমি ভুগছিলাম দগ্ধ যন্ত্রনায়
তুমিও দাহ হচ্ছিলে
জ্বালা ধরেছিলো তোমার শিরায়,শিরায়
তুমি বেঁচে থেকে মরছিলে
আর আমি,মরে মরে বেঁচেছিলাম।


এরপর একদিন-
মরবো মরবো করে সত্যিই যেদিন মরলাম-
তুমি ভাবলে-
"আপদ দূর হলো "
তোমার সদ্যোজাত মুখপানে চেয়ে বললে-
'বালাই ষাট , বেঁচে থাক'
তুমি বাঁচলে নন্দিনী-
তোমার যন্ত্রনার উপশম হলো
আর আমাদের ভালোবাসা ?
সে তো এক অন্তহীন জিঞ্জাসায় !
ঘুমিয়ে থাকলো লাশকাটা ঘরে।