০১।
আসে মেঘ, কুন্তলের মতো-
ফাঁপা অন্ধকারে ঢেউ ঢেউ বিস্ময়ে,
আসে বিস্ময় নিনাদের সুরেলায় মেখে
কাঁপা কাঁপা ভঙ্গুর ত্রি-মাত্রিকতায়।


০২।
যায় পুলকের মূহুর্মূহু অনুভব
কল্পনাশিক্ত প্রেম বিলাশের আখ্যান,
চটুল বাঞ্ছনার ভরপুর আমেজ
মিশে দীর্ঘশ্বাসের কাটাকুটি স্থুল যাতনায়।