"তোমায় ভালোবাসি"
এ কথা কোনদিন বলতে পারিনি তোমায়
বলতে যে চাইনি, এটাও ঠিক নয়।
আসলে তোমার মনের রাজ্যে
যেখানে ভালবাসার অবাধ যাতায়ত
সে পথের সন্ধান আমি পাইনি
তাই বলাও হয়নি,"তোমায় ভালোবাসি"


তুমি ছিলে আমার সন্ধ্যার সন্ধ্যাতারা
তুমি ছিলে আমার ভোরের শুকতারা
তোমার মধ্যে আমি অনুভব করেছি
সন্ধ্যার উজ্জলতা, ভোরের স্নিগ্ধতা।
কিন্তু এত দূরে তোমার বসবাস
যেখান থেকে শুধু তোমাকে দেখা যায়
কিন্তু তোমার স্পর্শ পাওয়া যায় না।
তাই তোমাকে বলাও হয় না, "ভালোবাসি"
আর হয়তো কোন দিন বলাও হবে না।