একদিন হয়তো থেমে যাবে সব
হবে  না আর  কুশল বিনিময় ।
খাটবে না কোনো টেলিপ্যাথির জোর ।
রইবে না আর কথার সঞ্চয় ,
থাকবে না কোনো রাগ অনুরাগ ,
ভাঙবে না আর ভালোবাসার বাঁধ ,
শুধু তোমার আমার মাঝে থাকবে অন্তর্জাল ,
চাইলে ও বিছাতে পারবো না সেই কথার মায়া জাল।
হয়তো , রইলাম এই শহরেই
থাকবে না তোমার ফেরার
প্রতীক্ষার ফলাফল।
সখী,সত্যি কি একদিন
থেমে যাবে সব ?
রইবে না কি আর
সেই ভালোবাসার রব?