অশোক কুমার দাস


কবিতাটির নামকরণ ও ত্রুটি সংশোধন করেছেন বিশিষ্ট কবি বন্ধুবর নরেশ বৈদ্য মহাশয়


পৃথিবী আজ বড়ই শান্ত
সবুজ আবার বন বনান্ত
ধরার এমন শুভক্ষণে
থাক পৃথিবী লক ডাউনে।


ফিরছে পশু ফিরছে পাখি
করছে তারা ডাকাডাকি
নাচছে ময়ূর পেখম তুলে
দিনকাল আর রাস্তা ভুলে।


ওরা  যেন বলছে দেখো
মোদের কাছে বাঁচতে শেখো
পৃথিবীটা নয়কো একার
অনেক কিছুই আছে দেখার।


অত্যাচারীর নেইকো মাপ
করেছ তোমরা অনেক পাপ
পূর্ণ হয়েছে পাপের সরা
এবার শোধ নিচ্ছে ধরা।


এখনো যদি বাঁচতে চাও
প্রকৃতির কাছে শিক্ষা নাও
আর সবাইকে বাঁচতে দিয়ে
নিজেও বাঁচো শান্তি নিয়ে।