মুখ নেই শুধু মুখোশগুলো
ঘুরছে চারিদিকে.
প্রিয়জনের মুখগুলোও আজ
শুধুই হচ্ছে ফিকে.

ভালোবাসার নামগুলো তাই
যাচ্ছেই না শোনা
বন্ধু নামের লোকগুলোকে
যাচ্ছে হাতে গোনা।

সততা আর মূল্যবোধ
সবই তত্ত্ব কথায়
মনুষ্যত্ব মানবিকতা আছে
শুধুই বইয়ের পাতায়।

বিশ্বাস আজ হারিয়ে গেছে
   অবিশ্বাসের ফাঁদে
রাজনীতির গোলকধাঁধায়
পরছে  সবাই খাদে।

ভাই এখন ভাইয়ের শত্রু
করছে হানাহানি,
মাখছে গায়ে নিজের রক্ত
প্রতিহিংসার গ্লানি।

বন্ধু এখনো সময় আছে
এসো হাতে হাতটা ধরি
মানবতা আর বিশ্বাসের মোড়কে
নতুন পৃথিবী  গড়ি।