আমি ঘর ছাড়া এক বাউন্ডুলে!
জীবন পথে ঘুরে বেড়াই
সুধাই সবার কানে কানে
তোমরা কি কেউ বলতে পারো ?
কেমন করে জীবন ধরো ?
কেমন করে খুঁজে পাও
এই জীবনে বাঁচার মানে .


শুনে ছোট্ট শিশুটি কয়
আমার যে করেনা ভয়
বাবা মায়ের স্নেহের মাঝে
খুঁজে পাই বাঁচার আশ্রয়


যে ছেলেটি রিক্সা চালায়
বিশ্রামের ফুরসত নাই .
কান্ত শরীর ক্লান্ত পায়ে
সে যখন যায় ঘরের টানে
রুগ্ন স্ত্রীর মিষ্টি হাসি
খুঁজে দেয় তাকে বাঁচার মানে.


যে মেয়েটি আজ পতিতা
তার মাঝেও আছে সীতা
সে ডেকে কয় শুনবে তুমি?
ঘরে মোর অন্ধ স্বামী
তার সেবাতেই পাই খুঁজে ভাই
এই জীবনে বাঁচার মানে.


যে ছেলেটি রোজ প্রভাতে
পালিশ করে  নিজের হাতে.
ঘরে তার বৃদ্ধ পিতা
সঙ্গে আছে তাহার সীতা
তাদের সেবায় অন্তপ্রাণে
খুঁজে পায় তার বাঁচার মানে.


ওদের থেকে শিখলাম আমি
জীবনটা কেন এত দামি.
আমায় যারা আছে ঘিরে
আমায় যারা ভরসা করে
তাদের সেবার অমোঘ টানে
খুঁজে পেলাম বাঁচার মানে.