বলতে পার দুঃখ কেন আসে ?
কেন মনের গহন স্বপ্ন জগতে ভাসে?
কেন একটু ব্যাথা পেলে কান্না আসে মনে
কেন দিনরাত হতাশা গ্রাসকরে জীবনে।
বলতে পার কষ্ট কেন হয়?
কেন এ মন দিন রাত গুমরে গুমরে রয়?
বলতে পার আঁধার কেন আসে?
কেন আলোর উৎসগুলো মুছে যাই সর্বনাশে?
বলতে যদি পারো তুমি
করবো আপন তোমায় আমি।
সুখ-দঃখের অঙ্গিকারে
থাকব তোমার জীবন ভরে।
যত আশা রইবে মনে
করবো পূরণ আমরা দুজনে।