বার বার ধর্ষিত হই এ মন
তার কি কেও খবর রাখে কখন?
মিথ্যা ছলনার দ্বারা বেষ্টিত আমি
তখন কি কেও ভাবে আমার কষ্টটা কত দামী।
না কেও ভাবে না আমার কথা
শুধু চারিদিক ভরে যাই নিরবতা।
মনের গহনে সে কি দুর্দিন
ব্যাথাতুর হৃদয় হয় ছন্দহীন।
কান্না কে হাসি বলে ভাবী
অজানা অচেনা লাগে যে সবি।
তবুও বাঁচতে চাই একটুখানি
মুছিয়া দিতে চায় আমার যত গ্লানি।
বলি, মন রে, ও মন
বাঁচাইয়া রাখ এ জীবন।