শান্ত মনে বসে ভবি
অজানা অচেনা লাগে যে সবি।
এই কলসমরে মন যেতে চাই
স্বপ্ন দেশের সেই আঙিনায়।
উৎসবের এই দিনগুলি সব
রইবে কি আজ শুধুই নিরব।
ক্লান্ত হৃদয় ,ক্লান্ত মন
বসে বসে ভবি আমি সারাক্ষণ।
আনন্দ আর উল্লাসেতে
মন শুধু চাই রইতে মেতে।
কবির ভাবনা ছন্দহীন
কল্পনা সবি আন্তে বিলীন।
তাই তো বলি ,ওগো মা, হালটা ধরো
রোগ, জ্বালা,যন্ত্রণা সবি নিবারিত করো।