হে বন্ধু, ভাঙ নিরবতা
ভাঙ তোমার মনের যত অচলতা
আজ প্রভাতের রবির আলো
মনটা তোমার ভরিয়ে তোলো
খুশির আবহে জীবন হোক ধন্য
বল,নইরে নইরে আমি আজ বন্য
আকাশ ঘিরে কালো মেঘের ছায়া
ভুলিয়া ওঠ যত জীবনের মায়া
যেতে তো হবে একদিন ওই দিগন্ত পাড়ে
জীবনের কোন কিছুই তো রহিবেনারে
তাই আজ এই ক্ষুদ্র সময়খানি
খুশির আবহে বাঁচিয়া লও একটুখানি
না জানি কাল প্রভাতে বাঁচিব কি মরিব
তাহার লাগি আজ কেন ডরিব?