একলা ঘরে বন্দী তুমি নীরব পৃথিবী
বন্দিদশা ঘোচাতে আজ করবে তুমি কি?
আমরা হেথায়  রয়েছি সদায়
দিন রাত্রি তোমার পাহাড়ায়
একটিবার যদি বেরও তবে
দেখবে তখন কি যে হবে
শৃঙ্খলাবদ্ধ রাখিব তোমায়
স্বাধিন চেতনা যেন বহির্ভূত না হয়
কলুষিত করিব তব মাটি
না রহিবে কিচ্ছুটি আজ খঁটি
তোমার আকাশ, তোমার বাতাস
সবি করিব দূষনের বাস
আমরা যে আজ উত্তাল পাগল
জীবন দশার পাল্টেছি ভোল
আধুনিকতার আধুনিকিকরন
করেছি তোমার সম্পদ হরন
একটি ইচ্ছা আছে অবশেষে
পূরণ করিব তাহা পরিশেষে
সমূলে করিব নির্মূল তোমায়
এ জগত হতে মুছিয়া দিব
জীব-জর সকলের পরিচয়।