আজ তবে থাক যত কাজ
না হয় আর একটা দিন ক্ষয় হোক
কল্পনা গুলো বাকি থাকুক
ফ্যাকাশে হোক স্বপ্নলোক।
দিনের শেষের রক্তিম আভা
শীত কাতুরে রাত্রি
সব যেনো কেমন মায়া জাগানো
হতাশ যেনো এ ধরিত্রী।
পাগলপারা এ মন
জানিনা কথায় যায়
স্বপ্নের দেশ হয় যে ধূসর
রঙ হারা মোর আঙিনায়।
এমনি করেই কাটবে বুঝি
মোর গগনের দিনগুলি
চরিত্র গুলো সব রইবে স্মৃতিতে
উধাও হবে প্রাণগুলি।