উঠো গো,ওঠো জাগিয়া
এ ধরণী ডাকে তব লাগিয়া।
নিঃশেষ করো যত অবিচার
পদানত করো যত অনাচার।
তোমার সেই অসীম শক্তি দিয়া
দাও যত পরাধীনে মুক্ত করিয়া।
শোষকদের কর অবসান
শোষিতদের দাও পরিত্রান।
হিংসা,ঈর্ষা বা নিরাশা
ভুলাইয়া জাগাও মনে আশা।
এ জগতের যত ভুল ভ্রান্তি
মুছিয়া ফেরাও দেশে শান্তি।
এ পৃথিবী চিরকাল যেন হয়
শিশুর বাসের এক শান্ত আলয়।
তাইতো বলি, ওঠো গো জাগিয়া
এ ধরিত্রী রহিয়াছে অপেক্ষা করিয়া।