মা বলে ওঠো বাবা সকাল হয়েছে
সকালে উঠে দেখি টেবিলে গরম চা
চা খেয়ে বেরিয়ে যায় প্রাতভ্রমনে
এসে দেখি আবারও হলো দেরী
তারপর আর সময় কোথায়
তাড়াতাড়ি স্নান করে টিফিন সঙ্গে নিয়ে
এখনি যেতে হবে অফিসে
নইলে যে কোটি টাকার ক্ষতি..।
ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো
আর রাস্তায় লাগে ভারী জ্যাম
এখন কিভাবে পৌঁছাবো আমি ?
হটাৎ গাড়ি থেকে নেমে দৌড়তে থাকি
তবুও হলো না শেষ রক্ষা...।


তারপর রাস্তার মোড়ে বসি
আর চোখ বন্ধ করে ভাবি
যখন চোখ খুলি তখন দেখি
আমি সেই মেঝের ওপর শুয়ে
গায়ে আছে একটি মাত্র ছেঁড়া জামা..।
তারপর উঠে বসে ভাবি
আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে
আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
আমি এত ক্ষণ এই সব স্বপ্ন দেখছিলাম ..,
সত্যিই কি সুন্দরই না ছিল স্বপ্নটা
পূরণ কি হবে কোনো দিন ভাবনা শুধু এটাই..।।