প্রশ্ন
                               - পিন্টু দাস
       হে মহামানব তুমি নাকি
                           পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
       তাহলে কেন আজ পৃথিবীর
                           এই বেহাল দশা।
      তুমি কি পারবে না এই ধরিত্রীকে
                          পুনরায় সজাগ করতে?
       এই পৃথিবীতে কত মহামানবের
                           জন্ম মৃত্যু হইয়াছে ।
        তবুও আজ কেনো এই পৃথিবী তার
                           নব যৌবন হারিয়ে ফেলছে?
        সাতশো কোটিরও অধিক মানব আজ
                             এই  পৃথিবীর সন্তান ।
         তবুও কেন  এই ধরিত্রী মা উলঙ্গ
                             কোনো সন্তানই কি নেই?
  সেই সন্তান যে সমস্ত জগৎকে ভালোবাসবে
                              নিজের আপনজন ভেবে ।
যে শুধু মানব না তার সঙ্গে পশুপাখি জীব
                         জঙ্গল সকলকে রক্ষা করবে।
    হে মহামানব তুমিই মহান তুমিই পারবে
                            এই ধরিত্রীকে রক্ষা করতে।
    ভগবান নাকি যুগে যুগে আবির্ভূত হন
                                    সত্যিই কি তাই?
    কেন ওই মহামানবের দল বোঝে না
                     তাদের মধ্যেই ঈশ্বর বাস করেন।
      ঈশ্বর নাকি কর্মফল দান করেন  
                             তাহলে কি ঈশ্বর নেই ?
     হে মহামানব তোমরাই ইশ্বর
                                  তোমরাই পারবে ।
     এই পৃথিবীতে আবার রাম বুদ্ধ রামকৃষ্ণ
                       বিবেকানন্দ বিদ্যাসাগর হয়ে।
    শত শত কোটি কোটি বার ফিরে আসতে
                      শুধু এই ধরিত্রীকে রক্ষা করো।।