জীবনের এই আলমারি টা
            সাজাবো এমন করে,
        খুলবে যখন ভরে যাবে মন;
‌‌         দেখবে গো আঁখি ভরে!


       ছেলেবেলাটা সব তাকে তেই
             রাখবো এমন করে,
          ছেলেবেলার রঙ টা যেন
             সব ভাগেতেই ঝরে!


‌‌           যৌবনের ও চাকচিক্য
             সাজাবো এমন ভাবে,
          তাকগুলো সব চমক দেবে,
               যৌবনের গৌরবে!


             দায়িত্বের জীবনটা যে
                সবার চেয়ে ভারী,
         তাই তো তাকে রাখবো আমি
              মাঝ তাকে তেই ধরি।


            বার্ধক্য আর ছেলেবেলার
                  অন্তর নাই বেশি,
           অভিজ্ঞতা আর রঙ মিলিয়ে
                 রাখবো সবায় খুশী।


           আলমারি টা সাজলো এবার,
                  বেশ হয়েছে ভারী;
‌‌          যাই গো এবার, যাবার পালা;
                  দিতেই হবে পাড়ি।