মনরে আমি কেমনে বোঝাই,
যাব না ফিরে মোর গ্রামে;
ঘুরে বেড়িয়েছি যেখানেই আমি,
ফিরেছি যে মোর ধামে।


ফিরে দেখিতাম চেনা মুখগুলি,
নয়ন হত যে শান্ত;
আজ যবে ভাবি,ফিরিবে না সেথা,
মন হয় ভারাক্রান্ত।


ভালোবাসা ভরা হাসি মুখগুলি,
নয়ন সমুখে ভাসিছে;
বড়ো ই ‌আপন হয়েছিল সবে,
প্রান মোর তাই কাঁদিছে।


যেখানে থাকিব মনে রাখিব,
আমার গ্রামের কথা;
ভালো রেখো সবে, ভালো থেকো তবে,
হৃদয়ে রবে না ব্যাথা।


           ~~~~~~~~~~~~হিরণ্ময়