দেখছো কিছু,শুনছো কিছু,
ভাবছো তুমি তোমার মতো;
তাই তো বলি ভাবলে সঠিক,
জীবন টা যে সহজ হতো।


অধিক সময় ভাবনা গুলো ই,
জটিল করে জীবন টা কে;
সঠিক করে ভাবলে আবার,
দেখবে আলো তার ই ফাঁকে।


যেমন ভাবে ভাববে তুমি,
প্রতিক্রিয়া ও তেমনি হবে;
ভাবলে সঠিক গড়বে তুমি,
নইলে ভাঙ্গার কারণ হবে।


তোমার আমার লক্ষ্য একই,
জীবন টা কে সহজ করা;
হোক না তবে ভাবনা গুলো,
লক্ষ্য টা কেই কেন্দ্র করা।


যেমন ভাবে ভাবলে তুমি,
দেখবে কিছু আশার আলো;
একটু বেঠিক হলেও তাকে,
আপন করে নেওয়াই ভালো।


কী হবে সে ভাবনা ভেবে,
যা তোমাকে কষ্ট দেবে;
বদলে নিলে ভাবনা গুলো,
কষ্ট থেকে ই মুক্তি পাবে।


সহজ হবে জীবন তোমার,
নতুন করে দেখবে আলো;
অভিযোগ ও থাকবে না আর,
সব কিছু তেই দেখবে ভালো।


                  ~~~~~~~~~~~~~~হিরণ্ময়