ক্লান্ত যখন মনটা তোমার,
চুপটি করে বোসো;
ছেলেবেলার কথা ভেবে,
একটুখানি হাসো।
    ‌               দেখবে তোমার ক্লান্তি সবই,
          ‌‌          চুটকিতে দূর হবে;
       ‌‌             শ্রান্ত মন আর ক্লান্ত দেহে,
                    প্রাণটি ফিরে পাবে।


সেদিনের সেই স্মৃতি গুলি,
আসলে তোমার মনে;
অবাক করা দিনগুলিকেই,
আবার নেবে চিনে।
            ‌          ছেলেবেলার দিনগুলি যে,
                       সদাই মনে পড়ে;
                       আর পাবো না ফিরে তাদের,
                       মানবো কেমন করে।


খেলাই ছিল প্রাণটা জুড়ে,
পড়াশুনার সাথে;
সুখের সেদিন বদলে গেল,
অজানা এক প্রাতে।
      ‌‌                  থেমে গেল খেলাধুলা,
                        কর্ম জীবন এলো;
                        সাথীগুলো ছেলেবেলার,
                        হারিয়ে কোথায় গেলো।


অলস মনে দিনগুলি আজ,
এক এক করে ভাবি;
স্মৃতিগুলি মনের ভিতর,
উঠছে হয়ে ছবি।
‌‌                            ঈশ্বরকে ডাকলে শুনি,  
                            যায় যে সবই পাওয়া;
                      পাবো কী তবে দিনগুলি সেই,
                          যায় যদি তারে চাওয়া!!!


                  ‌ ‌  


          ~~~~~~~~~~~~~হিরণ্ময়