অমন করে দেখছো কী গো!
           নতুন কিছু দেখছো নাকি!
          হয়তো নতুন ভাবছো তুমি,
         চোখটা তোমায় দিচ্ছে ফাঁকি।


       চোখের কী আর দোষ দেবো আজ,
         চোখটা তো রয় মনেই জোড়া;
              রঙিন করো মনটা যদি,
          ‌    দেখবে সবই রঙে ভরা!


             রামধনুর ঐ সাতটি রঙই
            রোদের মাঝে লুকিয়ে থাকে,
    ‌          তাও তারে দেখি কেবল
             রোদ, বৃষ্টির খেলার ফাঁকে!


                 বৃষ্টি যদি রয় গো মনে,
              একটুখানি রোদ ঢেলে নাও;
               একই ভাবে রোদ থাকলে,
               বৃষ্টি ভেবে জল ঢেলে দাও!


         ‌        রামধনুর ঐ সাতটি রঙে
               মনটা তোমার রাঙিয়ে যাবে,
                রঙের ছটায় সবকিছুকেই
                রঙিন তুমি দেখতে পাবে!!