খুঁজে পেতে চাই মনটারে আমি,
                 পারি না রাখতে ধরে
          খুঁজবো কী গো পরশ পাথর
                  চোখে দেখিনি যারে।


          উড়ে বেড়ায় মন যে আমার,
                   যেদিকে ইচ্ছা তার;
          মনটা বড়োই স্বাধীনচেতা,
                 মেজাজ বোঝাই ভার!


          কখনও সে রয় ঘরের কোণে,
                 কখনও বা নদী পারে,
          কখনও সে ধায় অনেক দূরে
                  হারানো স্মৃতির তরে!


        উড়ে বেড়াবার আরও কতো তার
                  জায়গা তোমায় বলি,
           চোখ দুটি মোর টিভি পর্দায়,
                 আমি তারে খুঁজে চলি!


          ‌ নিঃশব্দে কখনও সে এসে
                  বসে যায় মোর মাঝে,
       বলে, ব্যস্ত ছিলেম এতোকাল তো
                তোমারই আপন কাজে!


        আজকে তোমার সাজানো জীবন,
                আমি তো বাঁধন মুক্ত,
        দেখতে আমায় নিজ শ্বাসে দেখো
             ‌   আমি যে সেথায় ই যুক্ত।