রোজই ভাবি আজকে আমি
           প্রাণটা খুলে হাসবো,
       হাসার আগে হাসবো কেন
           সেটাই এখন ভাববো।


       ভাবছি এটা কেমন হাসি
           ভেবে ভেবে হাসতে হয়,
      কী করবো, এমনি হাসলে
           যদি লোকে পাগল কয়!


      ভাবছি আবার বলুক পাগল
           তাতে আমার কী বা যায়!
      ওকেও বলবো হাসতে সাথে
            ওরও যদি হাসি পায়।


      কতো কিছু ভাবছি যে আজ
             একটু খানি হাসবো বলে,
      মাঝের থেকে হোলো এটাই
            হাসির মুডটাই গেলো চলে!


      জীবন থেকে হাসিটা যে রোজ,
            ধীরে ধীরে যাচ্ছে সরে
      ভাববো না আর লোকের কথা
            হাসবো এবার নিয়ম করে!!