আবার একটি নতুন দিনের,
               নতুন অর্কের দেখা;
       জীবনের কাজ হোলো যে রোজ,
                নতুন করে শেখা!


           অন্ত নাই যে শেখার কোনো,
              না পুঁথিবিদ্যার প্রয়োজন;
            ‌ভাবতে হবে,শিখবো আমি,
                  শিখবো অনুক্ষণ!


             সর্বোপরি অহম্ বোধ ই,
                 শেখার পথে বাধা;
          শিখলে বড়ো,না শেখালে বড়ো,
                  এটাই এখন ধাঁধা!


            প্রতিটি ক্ষণ, প্রতিটি জীব ই,
                 শেখাতে আমায় পারে;
               মানতে হবে সহজ ভাবে,
             'আমিই' শ্রেষ্ঠ নই এ সংসারে!!!



            ~~~~~~~~~~~~~হিরণ্ময়