অনেক কিছুই ছেড়ে দিতে হয়,
         ছেড়ে দিলেই সুখ পাওয়া যায়।
      যা কিছু ভালো সবটা আমার,
          এমনও ভাবার নয়।


      অনেক কথাও ছেড়ে দিতে হয়,
           নিতে নেই সব কানে;
      ভালো যদি লাগে তবেই শোনো,
           নতুবা নিও না মনে।


      অনেক মানুষ রয় জীবনে,
            মনের মতন হয়;
        কিন্তু যারা ক্লান্ত করে
          ছাড়তে তাদেরও হয়।


      এমনও মানুষ আছে যে হেথায়
             মনটা বড়োই চায়;
        চাইলে তারে পাইনা যখন
             ছাড়তে তাকেও হয়।


        ধন, সম্পত্তি অধিক সময়
           সম্পর্কের অন্ত ঘটায়,
        রাখলে একটি নিজের কাছে
             অন্যটা যে যায়।


      কিছু চাই, যা পাই না আমি
            কিছু পাই, যা চাই না।
      চাওয়া,পাওয়ার এই টানা পোড়েনের
             পিছনে আমি ধাই না।


        পেলেই শুধু জীবন ভালো,
             এমনটা তো নয়;
       সময় থাকতে ছেড়ে দিলেও
            জীবন সুখের হয়।


       তাই দিয়েছি এই কবিতার নাম
   "অনেক কিছুই ছেড়ে দিতে হয়।"