প্রকৃতিকে ভালোবাসো প্রিয়,
ভালোবাসো তার সৃষ্টি;
রক্ষা করো প্রকৃতির তুমি,
পেতে তার কৃপা দৃষ্টি।


আনন্দ করি হুল্লোড় করি,
প্রকৃতিকে যাই ভুলে,
ভুলে যাই সব, শেষ ঠাঁই পেতে,
যেতে হবে তার কোলে।


মাতৃসম প্রকৃতির সাথে,
কটা কথা মোরা বলি,
দিন রাত শুধু নিজ চিন্তায়,
নিজ খেয়ালেই চলি।


একটি চারা লাগিয়ে নিত্য,
কথা বোলো তার সাথে;
দুষ্টুমি ভরা প্রশ্নটি কোরো,
খায় সে কোন হাতে।


কেমন আছে,তৃষ্ণার্ত কী সে
প্রশ্ন করার ফাঁকে,
ডালপালা নেড়ে জবাব টি কী দেয়,
লক্ষ্য রেখো তাকে।


স্নিগ্ধ এই মুহূর্ত গুলি,
পবিত্রতায় ভরা,
না বিদ্বেষ, না ই কোনো লোভ,
সে যে মিথ্যা অহম্ ছাড়া।


তাই তো বলি একটু হলেও,
প্রকৃতির সাথে কথা বোলো,
সুন্দর হবে জীবন তোমার,
প্রকৃতির সাথে চলো।


            ~~~~~~~~~~~~~হিরণ্ময়