হাসি, কান্না, দুঃখ সবই
               সব বছরেই থাকে,
         ভুলিয়ে সবই মানুষ ডাকে
               নতুন বছর টাকে।


         নতুন বছর এগিয়ে এসে
              কানের কাছে বলে,
         আদর করে ডাকলি আমায়
              বল না কি খেয়ালে!


          বল না তোরা, কি পেতে চাস
               কি চায় তোদের মন,
              আমি শুধু সময় হলেও
                 বড়োই আপনজন।


             ডাকলি যখন ঘটা করেই
                মূল্য আমায় দিস,
           আগের দিনের ভুলগুলো সব
               সময়ে শুধরে নিস।


           এগিয়ে তোদের যেতেই হবে
                রাখতে নিজের মান,
             হাসি কান্না সবের মাঝেও
                 গাইবি জয়ের গান।


           দেখবো যখন হাসতে তোদের
                লাগবে আমার ভালো,
           আজকে তোদের ভালোবাসার
                জ্বালবো আমি আলো।


              বারো মাসই সময় আমার
                  বন্ধু তোদের সাথে,
            তোরাও যে ভাই ভুলবি আমায়
                  চব্বিশেরই প্রাতে।


             এই কটা দিন থাকবো আমি
                  প্রাণের বন্ধু হয়ে,
             বিদায় নেবো তোদের হাতেই
                হাসবো তোদের জয়ে।