অভিনন্দন জানাই সবায়
          হে মোর দেশবাসী
     এসো না আজ, দেশকে বলি
          তোমায় ভালবাসি।


         পঁচাওর পেরিয়ে তুমি
           পড়লে ছিয়াওরে
       নূতন সাজে সাজছো রোজই
            স্বাধীনতার পরে।


          সভ্যতার হচ্ছে বদল
          রোজই তোমায় ঘিরে,
       পৃথিবীতে বাড়ছে তোমার
           মান সন্মান ধীরে।


       বিজ্ঞানীরা সাজায় তোমায়
             নতুন আবিষ্কারে,
       চিকিৎসা তেও আজ আমরা
             চলছি উচ্চশিরে।


        শিক্ষা আজ পৌঁছাতে চায়
             সবার ঘরে ঘরে,
       নারী এখন আর পিছে নেই
           উড়ছে আকাশ জুড়ে।


        দেশ তো আরো কতোই আছে
            কোথায় এতো ভাষা
         তারই মাঝে সবার মিলন
              সবার ভালোবাসা।


          সীমা পারের শত্রুরা সব
             হিংসা ছড়ায় দেশে,
          সব কিছুকেই দূর করে দিই
             তোমায় ভালোবেসে।


          তোমার কোলেই হচ্ছি বড়ো
             তোমার আকাশ তলে,
          তোমার নদী, তোমার পাহাড়
             তোমার হাওয়ার বলে।


             অনুভবই নয় গো শুধু
                স্বপ্ন মনে জাগে,
            জাত ধর্মের বিচার ভুলে
              দেশ যেসবার আগে।


           তিরঙ্গা আজ উড়ছে দেখো
                 সবার ঘরে ঘরে,
            রাষ্ট্র গান গাইছে শোনো
                 সবাই উচ্চস্বরে।.........
..............


    বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।