ট্রেনে অনেক সময় লাগে,
বিমানে তেও কমটা নয়;
স্বপ্নযান‌ই সবের ভালো,
এক পলে তেই পৌঁছে দেয়।


                      স্বপ্নে দেখি পৌঁছে গেছি,
                       পুরানো মোর প্রাঙ্গণে;
                      খুঁজছি আমি ব্যাকুল হয়ে,
                       স্মৃতির ছবির সন্ধানে।


ধরেছিলাম স্মৃতির মাঝে,
ছোট্ট একটি সুখের গড়;
দেখছি এ যে বদলেছে সব,
এতো মস্তবড় এক শহর।


                     গাছ,গাছড়া, নেই তো কিছুই,
                     চতুর্দিকে ই ফ্ল্যাট ঘর;
                     দরজা,জানলা,বন্ধ সবার,
                     লাগছে না সেই সুখের গড়।


ভাবছি আমি এ কী হোলো,
মাঠগুলো সব গেল কোথায়;
জলাশয় ও দেখছি না আর,
সুখের গড় তো নয় হেথায়।


                      গাড়ীগুলো ছুটছে যেন,
                     তুফান মেলের নিজের ভাই;
                      চেনা মুখ ও দেখছি না যে,
                      জিগ্যেস করে জানতে চাই।


অবশেষে সাহস করে,
গেলেম আমি এক ঘরে;
বললো আমি এসেছি ঠিকই,
চিনতে হবে নতুন করে।


                     প্রগতিশীল হতে গেলে,
                   ভুলতে হবে আগের খেয়াল;
                    মন বলো,আর শহর বলো,
                    গড়তে হবে বড় দেওয়াল।


          ~~~~~~~~~~~~~~~~হিরণ্ময়              
          ‌
      
      ‌‌              
‌              ‌‌