বলো না গো শিখলে কোথায়
           এমন করে ভালোবাসতে,
           স্বর্গ সুখের লোভ দেখিয়ে
            স্বপ্ন মাঝে ডুবিয়ে দিতে!


             এ তোমার দৃষ্টি কেমন,
             ডুবুরী ও ভয় পেয়ে যায়;
        মনে হয় অতল সাগর, যাচ্ছি ডুবে
              কষ্ট সবই নিচ্ছে বিদায়!


           বলো না গো শিখলে কোথায়,
             এমন করে বলতে কথা!
       যে কথায় হৃদয় জুড়ায়, ক্লান্তি দূর হয়,
             দেয় ঘুচিয়ে মনের ব্যাথা!


                তুমি কি এই পৃথিবীর!
               এতোদিন কোথায় ছিলে,
             কোন জাদুতে এক পলেতেই
              সব কিছুকেই বদলে দিলে!


                 তোমার ঐ মায়াবী টান
                অবাক করে টানছে আমায়,
              তবে কি এই সুখই সেই স্বর্গসুখ
               একটি বার ও বলবে আমায়!


         আমি যে স্বপ্নে বিভোর, নেই মনে জোর,
                  সুখ, দুঃখ,শুন্যে মিলায়,
                  বুঝলাম  প্রেমের ভাষা,
            শুধাবো না আর শিখলে কোথায়!