হয়তো সেদিন দেখবো আবার,
          চাইছি সবাই যাকে;
      বাঁচবে সবাই আনন্দে আর
          বাঁচবে না আতঙ্কে!


      হয়তো সবাই দেখবো আবার,
           ছুটছে গাড়ীগুলো;
      ঘুরছে সবাই একসাথে আর,
          রয় না এলোমেলো!


      হয়তো আবার দেখবো মোরা,
           ছোট্ট শিশুর খেলা;
       ধরছে সবাই একে ওকে,
          চলছে হাসির মেলা!


      হয়তো আবার যাবো সবাই,
            দূরপাল্লার ট্রেনে;
       গান বাঁধবো তার ই তরে,
          গাইবো যে এক সনে!


      হয়তো আবার দেখবো সবাই,
           রোজমজুর দের হাসি;
         তাদের রয় না জমাপু়ঁজি,
           সেটাই তাদের ফাঁসি!


        নতুন করে বাঁচার তরে,
           রইবে নতুন আশ;
       এমনটি আর হয় না যেন,
           ফেলছি দীর্ঘ শ্বাস!


       চলুন সবাই একসাথেতে,
           লিখি এমন করে;
      মন্দির, মসজিদ, গীর্জা থেকে,
          আলোক এসে ঝরে!


      'হয়তো' টা কে হইয়ে দেবে,
          আমাদেরই হাতে;
      বাঁচার মতো বাঁচবো মোরা,
           আশীর্বাদের সাথে!