‌        করেছিলেম প্রশ্ন 'মা' কে,
          উন্নতি ঠিক কাকে বলে;
       মা যে সেদিন বলেন আমায়,
         জানবো সঠিক সময় হলে!


       বড়ো হলে মা নিজেই বোঝান,
            উন্নতি যে শীর্ষে ওঠা;
          সফলতার নিকট যাওয়া,
            নিষ্ঠা সহ পরিশ্রমেতে,
         যায় যে তারে, কাছে পাওয়া!


        শুনেছি যেদিন, থামিনি যে আর,
             করেছি অ-সী-ম চেষ্টা;
         ভেবেছি আমি পাবোই তারে,
             দিয়ে মোর সত্যনিষ্ঠা!


             অক্লান্ত পরিশ্রমের পর,
             পেলেম যা মোর হাতে;
           কোনোরকমে দিনটি কাটাই,
                পরিবারের সাথে!


          পাশের পাড়ার সন্তু আমার,
                 স্কুল বন্ধু ছিলো;
‌‌              পড়াশুনায় অষ্টরম্ভা,
               দেখতে রাঙামূলো!


          হঠাৎ সেদিন নামলো সন্তু,
              একটি গাড়ীর থেকে;
         অনেক লোকেই হাত পা জুড়ে,
                ধরছে ঘিরে তাকে!


           অনেকদিন ই এই পাড়াতে,
                ছিলেম না তো আমি;
               সন্তু'র এই বদল দেখে,
                 চমকে গিয়েই থামি!


                শুনলাম যে সন্তু এখন
                  রাজনীতি তে আছে
              না শুধু ওর পয়সা, অনেক
                   ক্ষমতাও ওর কাছে!


                  জমিজমা চারিদিকে,
                   অনেক নাকী ভক্ত;
‌           গেলেম না আর এগিয়ে আমি,
                   নিজেরে রাখি শক্ত!


             ভাবছি আমায় দেখলে পরে
             কী হোতো ওর  রি-আ্যকশন
               মাথার মধ্যে ঘুরছে শুধু
               উন্নতির কী এই সংস্করণ


             রইতেন যদি 'মা' আজ বেঁচে
               দিতেম তাঁকে এই খবর
               উন্নতি তো হচ্ছে আজ ও
             নিষ্ঠা বানের নেই কো দর!!!