সকাল বেলায় পার্কে গেলে,
        গুড মর্ণিং সবাই বলে;
      সবাই মিলে চলতে থাকি,
      একই সাথে ছন্দে মিলে।


      সুখ দুঃখের কতো কথাই,
     হয় যে মোদের সবার মাঝে;
     এটাই তো ভাই ভেন্টিলেশন,
     থাকতে ভালো লাগছে কাজে!


       রোজই দেখি একটি ছেলে,
         অবিরাম ই দৌড়ে চলে,
        পাখি গুলোর কিচিরমিচির,
         পানকৌড়ি লেকের জলে!


       কেউ দৌড়ায়,কেউ বা হাঁটে,
        কেউ বা থাকে মগ্ন ধ্যানে;
       কেউ লাফ দেয় হাত পা ছুড়ে,
           কেউ রয় যে শবাসনে!


          আসল হাসি,নকল হাসি,
        গাছের ডালে কোকিল ডাকে;
            সবাই যেন নতুন করে,
          চায় গো পেতে জীবনটাকে!


        এই জীবনভরা পার্ক টি যখন,
          বন্ধ ছিলো করোনা কালে;
        সকাল যেন কাটতো না আর,
         দিন কাটতো আশার বলে!


         আজ রয়েছে পার্ক টি খোলা,
        নাই যে সে আর প্রাণের মেলা;
          সবাই কেমন থমকে আছে,
       ‌   কেউ যায় না কারুর কাছে!


        ভ্যাকসিন টা আসলো এবার,
        আশার আলো দেখছি আবার;
          হয়তো আবার নতুন করে,
         বাঁচবো এবার প্রাণ টি ভরে!