পারতেম যদি থাকতে ভুলে,
           চাই নি যারে রাখতে মনে;
          কেন যে আজ ভীড় করে সে,
   ‌     থাক না সে পড়ে স্মৃতির কোণে!


        একদিন হয়তো চেয়েছিলেম তারে,
            পাইনি যারে আপন করে;
            ‌কষ্টের ভার বয়েছিলো মন,
             অশ্রু পারিনি রাখতে ধরে!


             ছিন্ন হয়ে সে হৃদয় সেদিন,
             করেছিলো সে নিজেরে পণ;
           জীবনের মতো ভুলে যাবে তারে,
             ‌ ভুলে যাবে তারে অনুক্ষণ!


            আজ তবে কেন ফিরে চায় মন,
               ফিরে যায় ঐ স্মৃতির তটে;
               হারিয়েছি কী সত্তা নিজেরই,
                 যার কারণে এমন ঘটে!


               নির্জনে আজ একলা বসে,
               খুঁজছি মনের  গহন কোণে;
               সত্যিই কী চেয়েছি ভুলতে,
              চাই নি কী তারে রাখতে মনে!