যখন দেখি যোগফল ‘শূন্য’
বল পাই
নতুন অংকের জন্য শূন্যের দিকে পা বাড়াই...
শূন্য তো অংকের মা-
পুণ্যের ফল,  কর্মের আদি- অতল
মর্মগত উত্থান
জন্মের পূর্ব শর্ত! পূর্ব প্রাণ...
ভরা শস্যের মাঠে সারি সারি ধোক্কা
প্রাণ শূন্য
তাদের ভেল্কিতে ভীত পাখি, ক্ষুধার্ত ঠোঁটে ছোটে শূন্য অভিমুখে
রাত্রি বিয়োগে শূন্য অরণ্য
অশ্রু শূন্য চোখে শিশিরের মাখামাখি
দেখি, আমার জন্য-
তখনো বাকী শশী জাগা শালিকের অপেক্ষা
হাত রাখি- শূন্যের বুকে,
উষ্ণ পালকে ...বুনো ঘ্রাণে
নতুন অংকের আবেদন মাখা- শূন্য আশংকা...
জন্ম জঠরে নিপুণ সূত্র
ফলবান
ক্ষণজন্মা অংক,  শূন্যের নিবিড়ে জুড়ি বামপন্থী সংখ্যা
জুড়তেই থাকি...।