জেদ চেপে বসলে
অনলে, উত্তাপে কাঁপে দেহ
মূর্ত চোখে- কটমট রাগ
ঝড়ো তাণ্ডব বয়ে যায় বুকে!...
ব্যাস...
শুধু শেষ দেখতে চাই- অশেষ বাক্যের, অশ্লেষার, অশ্লীলতার, অসভ্যতার...
তরবারিতে শাণ দিই
বালিতে,
অশ্রুর রেখায় রোদ্দুর ঝিলিক,
ব্যাঙ্গ ভঙ্গিমা...
রোজ রোজ ভেল্কি ছাপে খবরের কাগজে, বড় বড় কলামে;
নিখোঁজ ব্যক্তির পাশে তন্দুরি চিকেনের রসালো বিজ্ঞাপন, পুকুর চুরির বর্ণনা,
সব শেষে ধর্ষণের পোস্ট মর্টেম ...
নগরের অন্য খবর, মফস্বলের, গ্রামের...
ঘরপোড়া গল্প! ইনসেটে মৃতের মুখ! রক্ত ঘামের দাবী দাওয়া...
কত কি পূরণ হয় চার পাশে, রোজ রোজ
ভরাট হয়-
বিল, নদী, আদি জলাশয়, খেলার মাঠ, ফসলি জমি, বাস্তুভিটা...
কতশত ক্লেদ-ভার, নির্ভার খোঁজে,
একবার মুষ্টিতুলি, ঝাণ্ডা হাতে, লাল পতাকায়, তুমুল শ্লোগানে!
জেদ চাপে, গালি আওড়াই, তালি দিই -প্রতিবাদী গানে!!
ব্যাস...
শুধু শেষ দেখতে চাই- অশেষ বাক্যের, অশ্লেষার, অশ্লীলতার, অসভ্যতার...


  দা উ দু ল  ই স লা ম
৩০.১১.১৭