মরীচিকা


মুদ্রিত পৃথিবীর চিত্রিত ধারা
শ্রেষ্ঠত্তের দাবীদারে বসবাসে কারা!
নির্জন জনপদে জনতায় ভরপুর,
আত্মার আত্ম কথা রচনায় দিক হারা,
অশুর অভিসারে তাণ্ডবে মত্ত,
নাই যার সীমাকাঠি অঙ্কিত সত্য।
রাত্রিতে আলো জ্বালি দিনেতে আঁধার,
নিয়তির নীতি কাঁথা খুঁজে ফিরি বারবার।
পশুর মিছিল নিয়ে ধাবমান চাহিদা,
চাহিদায় গড়মিল প্রাপ্তিতে পেয়াদা।
নিজ পদে ক্ষত টেনে কুঠার অস্ত যায় চন্দনের আশায়
আগামির আলোক রাশি উদয়ের নেশায়।
কিয়ামত বিলবম্বিত সময় প্রাথনায়  
তবু, অতৃপ্ত জনপদ পশ্চাতে দাড়বায়!